এ মুহূর্তে বিশ্বের সাতটি মহাদেশে গুগল স্ট্রিট ভিউ সেবা উপভোগ্য করা হয়েছে। সম্প্রতি ব্রাজিল, আয়ারল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় গুগল স্ট্রিটভিউ সেবা চালু হওয়ায় সাত মহাদেশেই আনুষ্ঠানিকভাবে এ সেবার আওতাভুক্ত হল।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম যুক্তরাষ্ট্রে গুগল স্ট্রিটভিউ সেবা চালু হয়। এরপর ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রসহ সব দেশে এ সেবা বিস্তৃতি পেতে থাকে। সম্প্রতি ব্রাজিল, আয়ারল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় গুগল স্ট্রিটভিউ সেবা চালু হয়েছে। এ সুবাদে বিশ্বের সাত মহাদেশে স্ট্রিটভিউ সেবা প্রসারের লক্ষ্য পূরণ হল।
তবে অ্যান্টার্কটিকায় শুধু হাফমুন আইল্যান্ডের তথ্য এ সেবা পাওয়া যাবে। অ্যান্টার্কটিকার অন্যসব স্থান এখনও এ সেবা আওতার বাইরে রয়ে গেছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০