ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপে চালু হলো ত্রিমাত্রিক টিভি চ্যানেল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
ইউরোপে চালু হলো ত্রিমাত্রিক টিভি চ্যানেল

ত্রিমাত্রিক আবহে বিনোদন উপভোগের সখ ও আগ্রহ সবারই আছে। কিন্তু সুযোগের অভাবে বিনোদনপ্রেমীদের এমন ইচ্ছা অপূর্ণই থেকে যায়।

সম্প্রতি বিনোদন বিশ্বে ইউরোপের স্বনামখ্যাত টিভি চ্যানেল ইউরোপে প্রথমবারের মতো চালু করল ত্রিমাত্রিক টিভি চ্যানেল।

বিনোদনে গ্রাহক সেবার মানোন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে জনপ্রিয় এ ডিজিটাল চ্যানেল। উল্লেখ্য, স্কাই ত্রিমাত্রিক টিভি চ্যানেলটি প্রতিদিন সকাল ৯টায় সূচনা করে ১৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সম্প্রচারে অন্তর্ভুক্ত থাকবে প্রিমিয়ার লিগ ফুটবল, বিখ্যাত সব চলচ্চিত্র আর জনপ্রিয় সব টিভি অনুষ্ঠান। শুরুতেই এ সম্প্রচারে স্থান পেয়েছে বহুল আলোচিত ত্রিমাত্রিক চলচ্চিত্র অ্যালিস।

সবশেষ যুক্তরাষ্ট্রে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স প্রদর্শনীতে উল্লেখযোগ্য সংখ্যক ত্রিমাত্রিক (থ্রিডি) সেবাপণ্যের নাম ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় বিশ্বের খ্যাতনামা সব প্রযুক্তিপণ্য নির্মাতা অন্তর্ভূক্ত ছিল।

এ মুহূর্তে স্কাই সম্প্রচারিত ১৪ ঘণ্টার ত্রিমাত্রিক চ্যানেলটি উপভোগে প্রতিমাসে গুণতে হবে ৬১ পাউন্ড। আর ত্রিমাত্রিক টিভি কিনতে ব্যয় হবে ন্যূনতম ২ হাজার পাউন্ড। তবে যেসব গ্রাহক স্কাই ওয়ার্ল্ড এইচডি প্যাকেজের মূল্য পরিশোধ করবেন তারা এ সেবা বিনে পয়সায় উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।