ত্রিমাত্রিক আবহে বিনোদন উপভোগের সখ ও আগ্রহ সবারই আছে। কিন্তু সুযোগের অভাবে বিনোদনপ্রেমীদের এমন ইচ্ছা অপূর্ণই থেকে যায়।
বিনোদনে গ্রাহক সেবার মানোন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে জনপ্রিয় এ ডিজিটাল চ্যানেল। উল্লেখ্য, স্কাই ত্রিমাত্রিক টিভি চ্যানেলটি প্রতিদিন সকাল ৯টায় সূচনা করে ১৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সম্প্রচারে অন্তর্ভুক্ত থাকবে প্রিমিয়ার লিগ ফুটবল, বিখ্যাত সব চলচ্চিত্র আর জনপ্রিয় সব টিভি অনুষ্ঠান। শুরুতেই এ সম্প্রচারে স্থান পেয়েছে বহুল আলোচিত ত্রিমাত্রিক চলচ্চিত্র অ্যালিস।
সবশেষ যুক্তরাষ্ট্রে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স প্রদর্শনীতে উল্লেখযোগ্য সংখ্যক ত্রিমাত্রিক (থ্রিডি) সেবাপণ্যের নাম ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় বিশ্বের খ্যাতনামা সব প্রযুক্তিপণ্য নির্মাতা অন্তর্ভূক্ত ছিল।
এ মুহূর্তে স্কাই সম্প্রচারিত ১৪ ঘণ্টার ত্রিমাত্রিক চ্যানেলটি উপভোগে প্রতিমাসে গুণতে হবে ৬১ পাউন্ড। আর ত্রিমাত্রিক টিভি কিনতে ব্যয় হবে ন্যূনতম ২ হাজার পাউন্ড। তবে যেসব গ্রাহক স্কাই ওয়ার্ল্ড এইচডি প্যাকেজের মূল্য পরিশোধ করবেন তারা এ সেবা বিনে পয়সায় উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০