৬ অক্টোবর থেকে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ‘আইসিটি অবকাঠামো ও জনবল তৈরি’ শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী কমপিউটার ফাউন্ডেশন ও উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচিতে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ১২৩ জন প্রশিণার্থী নিবন্ধিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান এডিএম আবদুল বাসেত। তিনি বলেন, উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০