চীনের বৃহৎ এবং জনপ্রিয় ই-কমার্স সাইট তাওবাও তথ্যসহ ই-শপিংয়ে নতুন ওয়েব সার্চ ইঞ্জিন অবমুক্ত করেছে। এ সার্চ ইঞ্জিনের নাম ইতাও।
এ মুহূর্তে ইতাও সার্চ ইঞ্জিনের পরীক্ষামূলক সংস্করণ অবমুক্ত করা হয়েছে। তাওবাও এর মুখপাত্র জানিয়েছেন, ইতাও এর সাইটের মাধ্যমে ই-কমার্সভিত্তিক তথ্য খোঁজা ছাড়াও যে কোনো তথ্য খোঁজা যাবে। এজন্য মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের উপর ভিত্তি করে এ সাইট তৈরি করা হয়েছে।
চীনে ই-কমার্সভিত্তিক ওয়াল স্ট্রিটয়ের বাইদু সাইটের জনপ্রিয়তা শতকরা ৬০ ভাগ। তাই মাইক্রোসফট বিংকেই ইতাও মূল প্রতিযোগী মনে করছে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০