ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে গুগল টিভির সম্প্রচার ব্যাহত

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
যুক্তরাষ্ট্রে গুগল টিভির সম্প্রচার ব্যাহত

যুক্তরাষ্ট্রে গুগল টিভি সম্প্রচারে বেশ কিছু সমসার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে গুগল উদ্ভাবিত টিভি সেবায় বেশ কিছু জনপ্রিয় চ্যানেল দেখা সম্ভব হচ্ছে না।

যেসব চ্যানেল গুগল টিভিতে দেখা যাচ্ছে না তার মধ্যে এবিসি, সিবিএস এবং এনবিসি অন্যতম।

এরই মধ্যে দ্য অফিস এবং সিএসআই নামে জনপ্রিয় টিভি সিরিয়ালগুলো গুগল টিভির মাধ্যমে দেখা সম্ভব হচ্ছে না। গুগলের টেলিভিশন সার্ভিস দর্শকদের জনপ্রিয় চাহিদাগুলো সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। এছাড়া টিভি প্রোগ্রামের অনুষ্ঠানসূচি ও উন্নতমানের ইন্টারনেট সংযোগকৃত সেটটপ বক্স কিংবা সমর্থিত যে কোনো টিভিতে এ সেবা উপযোগী।

সূত্র জানিয়েছে, সম্প্রচারে এ সমস্যায় গুগল এখনও কোনো মন্তব্য করেনি। তবে কিছু চ্যানেল সম্প্রচারক প্রতিষ্ঠান তাদের রাজস্ব ঘাটতির আশঙ্কায় এমন উদ্যোগ নিচ্ছে বলে অনেকে মনে করছেন।
গার্টনার প্রতিষ্ঠানের গবেষক ভ্যান বেকার রয়টার্সকে বলেন, গুগলের বিজ্ঞাপন সম্প্রচারে কারণে অনেক টিভি চ্যানেলই এ ব্যবসায় গুগলকে সহজভাবে নিতে পারছে না।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ, তিনটি টিভি নেটওয়ার্ক গুগল টিভির কিছু বিষয়ের সম্প্রচার বন্ধের কথা নিশ্চিত করেছে। আর এ বন্ধের বিষয়ে কোনো যৌক্তিক কারণ তারা তুলে ধরেননি। তবে এবিসি এবং এনবিসি এখনও গুগল টিভির অনুষ্ঠান সূচি এখনও অব্যাহত রেখেছে।

এ সম্পর্কে গুগল সূত্র জানিয়েছে, উন্মুক্ত সম্প্রচার মাধ্যমে এটি একচেটিয়া সিদ্ধান্ত। তবে গুগল আশা করছে, আগামী বছরই যুক্তরাজ্যে ইন্টারনেটের লাইনের মাধ্যমে সরাসরি গুগল টিভি সম্প্রচারে করা সম্ভব হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।