ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কমপিউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কমপিউটার

বিশ্বের সবচেয়ে গতিশীল সুপার কমপিউটার নির্মাণ করেছে চীন। চীনের এক  বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের গবেষকরা এ কমপিউটার নির্মাণ করেছে বলে সূত্র জানিয়েছে।

এরই মধ্যে এ সুপার কমপিউটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫০০ কমপিউটারের তালিকার শীর্ষ অবস্থান করছে।  

নিউ ইয়ার্ক টাইমস সূত্র জানিয়েছে, চীনের এ দ্রুত গতির সুপার কমপিউটারের নাম তিয়ানহি-ওয়ানএ । এ সুপার কমপিউটার আগের সবচেয়ে গতিশীল সুপার কমপিউটারের চেয়ে ১.৪ গুন বেশি গতিতে কাজ করতে সক্ষম।

সূত্র আরও জানায়, নতুন এ সুপার কমপিউটার মাত্র এক সেকেন্ডে ২.৫ হাজার ট্রিলিয়নের বেশি গাণিতিক সমস্যা গণনা করতে পারে। এ সুপার কমপিউটারকে দ্রুত গতির করে গড়ে তুলতে সাত হাজার গ্রাফিক্স প্রসেসর এবং ১৪ হাজার ইন্টেল চিপ ব্যবহার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এতদিনের সবচেয়ে গতিশীল সুপার কমপিউটার এক্সটিফাইভ জাগুয়ারের নির্মাতা ছিল যুক্তরাষ্ট্র। এ সুপার কমপিউটারটি ১.৭৫ হাজার ট্রিলিয়ন গাণিতিক সমস্য মাত্র এক সেকেন্ডে গণনা করতে সক্ষম ছিল।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।