এ মুহূর্তে দেশের সব মোবাইল বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে স্বল্পদামের একাধিক বৈশিষ্ট্যপূর্ণ মোবাইল ফোন। এরই মধ্যে এ তালিকায় জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাক্সিমাস ব্র্যান্ডের এম২০ মডেল।
উল্লেখ্য, এ সেটে একই সময়ে দুটি সিম সক্রিয় থাকবে। ফলে ডুয়্যাল সিম মোবাইল ফোনের আগ্রহীরা এ মুহূর্তে ম্যাক্সিমাসের এ সেটটি সংগ্রহ করতে পারবেন।
স্বল্পদামের এম২০ মডেলের বৈশিষ্ট্যেগুলোর মধ্যে ১.৫ ইঞ্চি কালার স্ক্রীন, ডুয়্যাল টর্চ লাইট, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও, এমপিথ্রি, লাউড স্পীকার অন্যতম। মোবাইল ফোনের কার্যক্ষমতা সক্রিয় রাখতে এ সেটে যুক্ত আছে আন্তর্জাতিক মানের দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত চার্জার। এ হ্যান্ডসেটে ২ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। এখানে ৩০০ গান সংরক্ষণ করা সম্ভব।
আর বিশেষ সুবিধায় আছে ব্ল্যাকলিস্টের সুব্যবস্থা। ফলে ব্যবহারকারীরা শুধু প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে
ভয়েস এবং তথ্য বিনিময় করতে পারবেন। ম্যাক্সিমাস ব্র্যান্ড তৈরি হচ্ছে প্রযুক্তি সমৃদ্ধ দেশ চীনে।
এ হ্যান্ডসেট ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন পুরো ১ বছরের বিক্রয়োত্তর সেবা। সঙ্গে থাকছে স্টেরিও হেডসেট। এ হ্যান্ডসেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে www.maximus-mobile.com এ সাইটে তথ্য পাওয়া যাবে। এ মুহূর্তে দাম ১ হাজার ৬৯৯ টাকা।
বাংলাদেশ সময় ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০