ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ম্যাকে যুক্ত হলো স্কাইপি গ্রুপ ভিডিও কল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
ম্যাকে যুক্ত হলো স্কাইপি গ্রুপ ভিডিও কল

বিশ্বের ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য প্রথমবার গ্রুপ ভিডিও কল সুবিধা উন্মোচন করেছে স্কাইপি। এরই মধ্যে তারা স্কাইপির পঞ্চম বেটা সংস্করণ উন্মোচন করেছে বলে প্রাতিষ্ঠানিক সূত্র জানিয়েছে।



নতুন এ সংস্করণ স্কাইপিকে অনেকটা নতুন আবহে পরিবেশন করবে। কারণ স্কাইপির কারিগরি পরিবেশনা আগের চেয়েও অনেক বেশি বদলে ফেলা হয়েছে।

স্কাইপি সূত্র জানিয়েছে, ম্যাকের তৈরি নতুন এ সংস্করণে একটি পর্দায় গ্রুপ ভিডিও কলিং সেবা যুক্ত করা হয়েছে। এ পর্দার বিভিন্ন অংশে বিভিন্ন ব্যক্তির সঙ্গে একই সময়ে ভিডিও কল করা যাবে।

আর নতুন এ সংস্করণে বেশকিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে বলেও সূত্র জানিয়েছে। এর মধ্যে অ্যাড্রেসবুক এবং ডায়াল প্যাড অন্যতম। অচিরেই ফেসবুকেও স্কাইপির ইন্ট্রিগ্রেটেড ভিডিও চ্যাট সেবা যুক্ত করা হবে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫, নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।