ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রতীক্ষিত গেম ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ উন্মোচিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
প্রতীক্ষিত গেম ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ উন্মোচিত

শত কোটি ডলারেরও বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়া ভিডিও গেম কল অব ডিউটি: মর্ডান ওয়ারফেয়ার টু এর সিক্যুয়াল কল অব ডিউটি: ব্ল্যাক অপস উন্মোচিত হয়েছে। যুক্তরাজ্যেয় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গেমের আনুষ্ঠানিক উন্মোচন ঘোষণা করা হয়।



উল্লেখ্য, যুক্তরাজ্যের ৪০০টিরও বেশি বিপণন কেন্দ্রের মাধ্যমে ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ ভিডিও গেম বিক্রি করা হবে বলে এ অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।

নির্মাতা সূত্র জানিয়েছে, বিশ্বজুড়ে আগের ‘কল অব ডিউটি: মর্ডান ওয়ারফেয়ার টু’ গেম বিক্রি করে ১০০ কোটি ডলারেরও বেশি মুনাফা ঘরে আসে। তাই নতুন কল অব ডিউটি: ব্ল্যাক অপস গেমটিও এ সাফল্য ধরে রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উল্লেখ্য, ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ হচ্ছে যুক্তরাষ্ট্রের গেম নির্মাতা প্রতিষ্ঠান ট্রেয়ার্চের নির্মিত সপ্তম গেম।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২৮, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।