ত্রিমাত্রিক প্রযুক্তির জ্বরে ভুগছে পুরো বিশ্ব। এদিকে বিখ্যাত প্রযুক্তি নির্মাতা স্যামসাং একটু ভিন্ন আবহে ৭০ ইঞ্চি থ্রিডি টিভি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
নির্মাতা সূত্র জানিয়েছে, ৭০ ইঞ্চিবিশিষ্ট এ টিভি স্যামসাং উদ্ভাবিত এ যাবৎকালের বিশ্বের প্রথম থ্রিডি ইউডি (আল্ট্র ডেফিনেশন) টিভি। এ টিভির মূল পর্দা ত্রিমাত্রিক গ্ল্যাস দ্বারা আচ্ছাদিত।
এ মুহূর্তে নতুন এ পণ্য সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে অনুষ্ঠিতব্য ‘ফ্যাট প্যানেল ডিসপ্লে ইন্টারন্যাশনাল ২০১০’ প্রদর্শনীতে এ পণ্য প্রদর্শন করা হতে পারে বলে তথ্যসূত্র জানিয়েছে।
স্যামসাং টিভি বিপণনকারী জানিয়েছেন, এ পণ্যেয় বিশ্বের প্রথম এলসিডিভিত্তিক অক্সাইড সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তিতে ৮ মেগাপিক্সেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
এ মুহূর্তে স্যামসাং ত্রিমাত্রিক টিভির এ মানোন্নয়ন অন্য সব উদ্ভাবকদের জন্য বাজার প্রতিযোগিতার আবহ তৈরি করেছে। ধারণা করা যাচ্ছে, পণ্যটি ঘরোয়া ভোক্তাদের বিনোদনের কথা ভেবেই তৈরি করা হয়েছে। তবে এখনও উৎসুক বিনোদনপ্রেমীদের সম্মুখে এ টিভি উপস্থাপন করা হয়নি।
এ মুহূর্তে এ টিভির দাম কত হতে পারে এবং কবে নাগাদ এ টিভি বাণিজ্যিকভাবে বাজারে আসবে তা সংশ্লিষ্ট সূত্র এখনও নিশ্চিত করেনি।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০