আজ বিকেলে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোনের নবনির্মিত সদরদপ্তর জিপি হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ উপলক্ষে গত ২২ নভেম্বর টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস ঢাকায় এসেছেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও টেলিযোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বাংলানিউজকে জিপি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা গ্রামীণফোনের শতকরা ৫৫.৮০ ভাগ শেয়ার এখন টেলিনর গ্রুপের মালিকানায় আছে। অন্যদিকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম করপোরেশনের মালিকানা আছে শতকরা ৩৪.২০ ভাগ। এশিয়া ও ইউরোপের মোট ১২টি দেশে টেলিনরের প্রায় ১৯ কোটি ৫০ লাখ গ্রাহক আছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০