বিশ্বের জনপ্রিয় প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের উদ্ভাবন চলছেই। ডিপ্রজন্মের ধারাবাহিক চাহিদার ভিত্তিতে অ্যাপল আনছে যুগের প্রয়োজনীয় সব পণ্য।
নির্মাতা সূত্র জানিয়েছে, এরই মধ্যে বিপণনকারী তিনটি প্রতিষ্ঠান নতুন এ পণ্যের আভ্যন্তরীণ সার্কিট বোর্ডের অনুমোদন পেয়েছে।
তবে অ্যাপলের পণ্যমানের কারণে নতুন পণ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এ মুহূর্তে অ্যাপল আইপ্যাড ব্যবহারকারীরা পণ্যটি নিয়ে বাগতি কোনো সুবিধা উপভোগ করতে পারছেন না। তাই নতুন এ পণ্য নিয়ে উল্টো কিছু আশঙ্কা এ মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ পর্যন্ত অ্যাপলের আইপ্যাড ট্যাবলেট বিভিন্ন দেশে উন্মুক্ত হয়েছে। এ মুহূর্তে ভারতেও আইপ্যাড পাওয়া যাচ্ছে। বাজারে বিপরীত অবস্থা থাকা সত্ত্বেও অ্যাপল তার পণ্যগুলো প্রকাশের নির্ধারিত দিনে কোনোভাবেই পিছিয়ে দিচ্ছে না। ডিপ্রজন্মের উদ্দেশ্য আইপ্যাডে মাল্টিটাস্কিং ছাড়াও নতুন ফিচার যুক্ত হয়েছে। এ মুহূর্তে দ্বিতীয় প্রজন্মের আইপ্যাড২ নামে মোবাইল ফোন তৈরিন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
ডিজিটাইম সংবাদমাধ্যমে প্রকাশ, অ্যাপলের চূড়ান্ত সিদ্ধান্ত প্রথমত প্রিন্টেড সার্কিট বোর্ডে ট্রিপড ও টিটিএম প্রযক্তি ব্যবহার করা হবে। এছাড়াও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো আসন্ন আইপ্যাড২ সংস্করণের লেয়ারভিত্তিক এইচডিআই বোর্ড সরবরাহ করবে।
এরই মধ্যে অ্যাপল আইফোন৪ সংস্করণ, ফোর্থ জেনারেশনের আইপ্যাড টাচ ও আইপ্যাডে এ প্রযুক্তির সফল ব্যবহার করেছে। অ্যাপলের ভাষ্যমতে, আইপ্যাড২ পণ্যের বাজার চালান বেগমান হলে চারের অধিক প্রতিষ্ঠান এ পণ্যের বিপণনে মাঠে নামবে।
বিশেষজ্ঞদের মতে, আইপ্যাড২ সংস্করণ হবে হালকা ও সরু গড়নের। থাকবে মিনি ইউএসবি পোর্ট। এ মুহূর্তে ব্যবহারকারীদের প্রত্যাশা নতুন পণ্যের সম্মুখভাগে ফেসটাইম সুবিধায় থাকবে ভিজিএ ক্যামেরা। এছাড়াও পর্দার ত্রুটির কারণে রেটিনার মাধ্যমে ডিসপ্লের কার্যক্ষমতা থাকবে অবিচল।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০