সুপার সোকার হচ্ছে একটি বিনোদনমূলক ওয়াটার গান। অর্থাৎ এটি একটি জলকামান।
এ মুহূর্তে এ সুপার সোকার পেশাগত কাজেও ব্যবহৃত হচ্ছে। এ যন্ত্রটি আফগানিস্তানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। স্বচ্ছ প্ল্যাস্টিকের তৈরি এ যন্ত্রে পানি ভর্তি থাকে। এর ভেতরের স্বল্প পরিমাণের বিস্ফোরক পদার্থ এর কার্যসম্পাদনে শক্তি সঞ্চালন করে।
এটি যখন বন্ধ থাকে তখন পাতলা পানির ব্লেড উৎপন্ন করে। এ ব্লেড শত্রুপক্ষের বিস্ফোরককে নিষ্ক্রিয় করে ফেলে। নিউ মেক্সিকোর স্যানডিয়া ল্যাবরেটরিস এ যন্ত্রের মানোন্নয়ন কাজ করছে।
এরই মধ্যে আলবুকুয়ারকিউ এবং এনএম এর কারিগরি দল ৭ হাজার সুপার সোকার তৈরি করেছে। প্রতিটি সোকার ৫৮ ডলারের বিনিময়ে আফগানিস্তানে চালান করা হবে। উল্লেখ্য, এটি প্রথম বিক্রি হয় ১৯৯০ সালে। এ বিস্ফোরক নিষ্ক্রিয় জলকামান সব বয়সীদের ব্যবহার উপযোগী হওয়ায় এর সাধারণ জনপ্রিয়তাও অনেক বেশি।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০