ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উন্মোচনের অপেক্ষায় গুগল ক্রোমের ৮ম সংস্করণ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
উন্মোচনের অপেক্ষায় গুগল ক্রোমের ৮ম সংস্করণ

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমের অষ্টম সংস্করণ প্রকাশ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে গুগল সূত্র এখনও এ সংস্করণ প্রকাশে কোনো সুনির্দিষ্ট দিন উল্লেখ করেনি।



এখন ক্রোম ব্যবহারকারীরা নতুন সংস্করণের সান্নিধ্য পেতে প্রতীক্ষা করছেন। এ মুহূর্তে তাদের প্রতীক্ষার পালা শেষ। অত্যাধুনিক ফিচারগুলো তৈরি হয়েছে পিডিএফ পদ্ধতিতে। এটি ক্রোম ওয়েব স্টোর অ্যাপলিকেশন সমর্থন করে।

এছাড়াও তাৎক্ষণিক সমস্যা নিরসনে আছে ৮০০টি বাগ সুবিধা। নতুন গুগল ক্রোম সংস্করণের পিডিএফ সিস্টেমে সেন্ডিংবক্স অ্যাপলিকেশন আছে। এটি আগের পরীক্ষামূলক সংস্করণে ছিল। উল্লেখ্য, একই রকমের সেন্ডিংবক্স যেটি অ্যাডবের পরবর্তী রিডার অ্যাকরোব্যাটে যুক্ত করা হবে। ক্রোমের এ অ্যাপলিকেশন পিডিএফ ফাইলের পৃথক স্থানে নির্দিষ্ট ট্যাব যুক্ত আছে।

উল্লেখ্য, এ সংস্করণে ব্যবহারকারীরা প্রথম পর্যায়েই উপলব্ধি করতে পারবেন ক্রোম ৭ সংস্করণের চেয়েও দ্বিগুণ গতি উপভোগ করতে পারবেন। গুগল জিমেইলের মূলপৃষ্ঠা পরিবর্তনসহ এনেছে আকর্ষণীয় আইকোন।

অন্যদিকে ক্রোমের প্রতিন্দন্দ্বী মজিলা ফায়ারফক্স দিয়েছে নতুন ঘোষণা। ফায়ারফক্সের চতুর্থ সংস্করণের অষ্টম বেটা সংস্করণ আসছে আগামী সপ্তাহেই। এছাড়াও অপেরার ১১ আলফা সংস্করণের পরীক্ষামূলক সংস্করণটি এ ডিসেম্বরের শেষদিকে অবমুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছে মজিলা সূত্র।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।