বাংলাদেশে প্রচলিত প্রজেক্টরের মধ্যে ভিভিটেক ব্র্যান্ড অন্যতম। এ পণ্যের নতুন সংস্করণ, গুণগত এবং সেবামান উপস্থাপন করতে গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘ভিভিটেক পার্টনার মিট’।
অনুষ্ঠানে ভিভিটেক করপোরেশন তাইওয়ানের জেনারেল ম্যানেজার কেভিন ওয়াই এম শীহ এবং বিপণন ব্যবস্থাপক কেন উ উপস্থাপনার মাধ্যমে অতিথিদের কাছে ভিভিটেক প্রজেক্টরের বৈশিষ্ট্য, ভবিষ্যৎ পরিকল্পনা, বিক্রয় ও বিপণনে প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, ভিভিটেক পণ্য ব্যবস্থাপক শেখ আলমগীর এবং গ্লোবাল ব্র্যান্ডের পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশে ২০১১ সালে ভিভিটেক ব্র্যান্ডের নতুন ‘ডি৭৯৫ডব্লিউটি’ মডেলের প্রজেক্টর তথ্যপ্রযুক্তি বাজারে এসে পৌঁছবে। এ ব্র্যান্ডের বিপণন সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৫, ডিসেম্বর ৫, ২০১০