শরীরে লুকানো বিস্ফোরক উপাদান খোঁজার নতুন যন্ত্র উন্নয়ন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ড. আনিসুর রহমান। তার উদ্ভাবিত যন্ত্রের নাম স্পেকট্রোমিটার।
উল্লেখ্য, স্পেকট্রোমিটার ছোট-বড় সব ধরনের বিস্ফোরক উপাদান চিহ্নিত করতে সক্ষম বলে জানিয়েছেন ড. আনিসুর রহমান। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে সফলভাবে এ যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
এ যন্ত্রের পরিচয় এবং কার্যকারিতা ব্যাখ্যায় আনিসুর রহমান জানান, এ যন্ত্র যে কোনো স্থানে বসানো সম্ভব। তাই কেউ এ যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত এলাকায় কোনো ধরনের রসায়নিক বিস্ফোরক নিয়ে প্রবেশ করলে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে। এ মুহূর্তে যন্ত্রটির মূল্য ধরা হয়েছে দুই হাজার ৫০০ লাখ ডলার।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০