ঢাকা: মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সপ্তাহব্যাপী বিজয় উৎসবের তৃতীয় দিনে রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
সন্ধায় নগরীর সেগুনবাগিচায় ওয়েবসাইটটি উপস্থিত সবার সামনে উন্মুক্ত করেন ১০ সদস্য বিশিষ্ট তরুণ ওয়েবসাইট প্রণয়ন কমিটির সদস্য নজরুল ইসলাম।
১৯৭১ সালে প্রবাসী বাঙালী এস এ জালালের সংগৃহীত বিদেশি পত্রপত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ তথ্য এ সাইটে স্থান পেয়েছে।
এস এ জালালের সংগৃহীত পেপার কাটিংয়ের ৩১ টি ভলিউমের ১০টি ভলিউম ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।
আগ্রহীরা www.archives.liberationwarmuseum.org এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। এ সাইটের উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে ফুলবাড়ী, দিনাজপুর থেকে আগত সিদ্দিশি উচ্চ বিদ্যালয় ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০