ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ২০, ২০১৩
দেশে এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপ

দেশের এবং আন্তর্জাতিক বাজারে এমএসআই ল্যাপটপের জনপ্রিয়তা বাড়ছে। বিশ্ববাজারে পরিচিত এমএসআই ব্রান্ডের ল্যাপটপ এখন দেশের বাজারেও পরিচিত হচ্ছে।



দেশের আইটি খাতে ক্রেতা সন্তুষ্টিকে আরও একধাপ বাড়াতে জনপ্রিয় প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিক বিজনেজ সিস্টেম দীর্ঘ দিন ধরেই এমএসআই ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে আসছে।

সম্প্রতি ইউনিক বিজনেজ সিস্টেম বাজারজাত করছে এমএসআই ব্র্যান্ডের অত্যাধুনিক নোটবুক সিআর-৪১০এম। এ মডেলের বৈশিষ্ট্য ইনটেল কোরআই-৫ প্রসেসর, চিপসেট-এইচএম৭৬, ৫০০ জিবি হার্ডডিস্ক (সাটা), ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, সর্বাধুনিক প্রযুক্তির ইউএসবি ৩.০ এবং ব্লুটুথ ৪.০ সংযোগ।

আরও আছে এমএসআই এস-বার সফটওয়্যার। ফলে দ্রুতই ল্যাপটপকে চালু করা যায়। ল্যাপটপের উপরিভাগ নান্দনিক তামার রঙ এক রকম প্রলেপ দিয়ে তৈরি। আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির ইউনিক বিজনেজ সিস্টেমে এ ল্যাপটপ পাওয়া যাবে। হ্যালো: ৮৮২৮৩৭৭।

বাংলাদেশ সময় ১৮৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।