ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন বৈশিষ্ট্যে ম্যাকবুক এয়ার নোটবুক

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৩০, ২০১৩
নতুন বৈশিষ্ট্যে ম্যাকবুক এয়ার নোটবুক

ইন্টেল শক্তিশালী প্রসেসর হ্যাসওয়েলযুক্ত দুটি নতুন ম্যাকবুক এয়ার নোটবুক পৌঁছে গেছে ভারতে। চতুর্থ প্রজন্মের এ ম্যাকবুকে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সর্বোচ্চ ব্যাটারি ক্ষমতা।

১১ ইঞ্চির ম্যাকবুক ৯ ঘণ্টা আর ১৩ ইঞ্চির ম্যাকবুক ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

নতুন এ দুটি ম্যাকবুকে আছে চতুর্থ প্রজন্মের ১.৩ গিগাহার্টজ ডুয়্যাল কোর ইন্টেল কোরআই ফাইভ প্রসেসর, ৪ জিবি (জঅগ), ডুয়্যাল মাইক্রোফোন, দ্রুতগতির ৮০২.১১এসি ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা।

এ ছাড়াও আছে দুটি ৩.০ ইউএসবি পোর্ট, একটি থানডার বোল্ট পোর্ট। আর ১৩ ইঞ্চির ম্যাকবুকে নতুন সংযোজন এসডিএক্সসি।

১১ ইঞ্চির ১২৮ জিবি ম্যাকবুক এয়ারের দাম ৬৭,৯০০ রুপি। এ একই মডেলে ২৫৬ জিবির ম্যাকবুকের দাম ৮১,৯০০ রুপি।

অন্যদিকে ১৩ ইঞ্চির ১২৮ জিবির দাম ৭৪,৯০০ রুপি। একই মডেলের ২৫৬ জিবির দাম ৮৮,৯০০ রুপি। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার বাজারে ম্যাকবুক এয়ার নোটবুকের কদর আর চাহিদা দুটোই বেড়েছে। আর স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে এ ম্যাকবুক এয়ার।

বাংলাদেশ সময় ১৮০৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।