ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেরপুরে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৩

শেরপুর: ‘বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে’ স্লোগান নিয়ে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা।

রোববার সকালে শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সচিব ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর শফিক আলম মেহেদী প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।



এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গণি, সিভিল সার্জন ডা. আব্দুস সামাদ প্রমুখ।

ডিজিটাল মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ২০টি স্টল স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৩
সম্পাদনা: শফিকুল ইসলাম ও সোহেলুর রহমান,  নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।