ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যানড্রইড দক্ষতায় বিআইটিএম প্রশিক্ষণ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
অ্যানড্রইড দক্ষতায় বিআইটিএম প্রশিক্ষণ

বিআইটিএম (বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্ট) তত্ত্বাবধানে অ্যানড্রইড অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে দেড় মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।

আসছে আগস্ট মাসে এ প্রশিক্ষণের রুটিন হচ্ছে প্রতি শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে নয়টা।

এ ছাড়াও শনিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে নয়টা।

সব মিলিয়ে ৮০ ঘণ্টার এ প্রশিক্ষণে অ্যানড্রইড ফান্ডামেন্টাল, ইউজার ইন্টারফেস, বিল্ডিং অ্যানড্রইড অ্যাপলিকেশন, ডাটা স্টোরেজ ছাড়াও আরও সব বিষয় শিক্ষার্থীদের বাস্তাবিক প্রশিক্ষণ দেওয়া হবে।

কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সাজানো এ প্রশিক্ষণের নিবন্ধন ফি ১২ হাজার টাকা। আগ্রহীরা বেসিসের (basis.org.bd) এ সাইটে গিয়ে সরাসরি নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষদিন ১৬ আগস্ট। আর প্রশিক্ষণ শুরু হবে ২৩ আগস্ট।

এরই মধ্যে বিআইটিএম তত্ত্বাবধানে অ্যানড্রইড অ্যাপলিকেশন ডেভেলপমেন্টের ওপর ১০টি ব্যাচে মোট ২৫০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময় ২১৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।