ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টপ অব দ্য টেক :

বছরের প্রথম নেটবুক নিয়ে আসছে এইচপি

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
বছরের প্রথম নেটবুক নিয়ে আসছে এইচপি

বছরের শুরুতেই চমক নিয়ে হাজির হচ্ছে এইচপি। ‘ফিউশন নেটবুক’ এইচপির এবারের চমক।

বিশেষ বৈশিষ্ট্য এলটিই (লং টার্ম ইভ্যালুশন) প্রযুক্তি। এইচপি সূত্র এ তথ্য জানিয়েছে।

শক্তিশালী গ্রাফিক্স বৈশিষ্ট্য এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ সুবিধা নিয়ে আসছে ফিউশন নেটবুক। এ নেটবুকে মূল পর্দা ১১.৬ ইঞ্চি। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস হিসেবে এতে থাকছে ফিউশন প্রসেসর।

এইচপির পণ্য বিপণন ব্যবস্থাপক কারা বায়েজ জানান, এটি সহজেই বহনযোগ্য হবে। তবে এর মাধ্যমে ইন্টারনেটভিত্তিক সব ধরনের গতিশীল কাজ দ্রুতই সম্পন্ন করা সম্ভব হবে।

এরই মধ্যে কমপিউটারভিত্তিক পণ্য নির্মাতা এএমডি ফিউশন চিপ বিপণনের ঘোষণা দিয়েছে। এ চিপের মাধ্যমে ১০৮০ পিক্সেলের হাই ডেশিনেশন (এইচডি) ভিডিওচিত্র সম্প্রচার করতে সক্ষম। অর্থাৎ এটি নেটবুক হলেও ল্যাপটপের তুলনায় কোনো অংশে কম ক্ষমতাসম্পন্ন নয়।

ডিএম১ মডেলের এ নেটবুকটি সর্বোচ্চ সাড়ে ১০ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারে। এ প্রসঙ্গে কারা বায়েজ জানান, উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও সম্প্রচারে ব্যাটারি ব্যাকআপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ নেটবুকটি এ বিষয়ে সবচেয়ে শক্তিশালী বলে তিনি উল্লেখ করেন।

এটি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সমর্থন করবে। এর এলটিই (লং টার্ম ইভ্যালুশন) থ্রিজি নেটওয়ার্কের সহায়তায় দ্রুত ডাটা ট্রান্সফার করতে সক্ষম। এখন দ্রুত তথ্য বিনিময়ে এলটিই নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে। এরই মধ্যে ভেরিজন নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩৮টি দেশের সঙ্গে এলটিই নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে।

অচিরইে এলটিই নেটওয়ার্কের কারিগরি কৌশল এবং বৈশিষ্ট্য তুলে ধরা হবে। সুতরাং এ বছর নেটওয়ার্ক এবং ইন্টারনেটের গতিপ্রবাহ পরিবর্তনে এলটিই প্রযুক্তি নতুন মাত্রা জুড়ে দেবে।

এচপির ফিউশন নেটবুকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরও আছে ৭৫০জিবি হার্ড ড্রাইভ, ইন্টেল নেক্সট জেনারেশন কোর চিপ এবং স্যান্ডি ব্রিজ আর্কিটেকচার।

আগামী ৯ জানুয়ারি থেকে বিশ্বব্যাপী এ নেটবুকের আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু হবে। এ নেটবুক কয়েকটি সংস্করণে বাজারে আসছে। তবে ন্যূনতম দাম হবে ৪৪৯ ডলার। এইচপি সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।