আজ থেকে যশোরে শুরু হচ্ছে কমপিউটারভিত্তিক ‘বিসিএস ডিজিটাল এক্সপো২০১১’। যশোর পৌর কমিউনিটি সেন্টারে ২৫ জানুয়ারি থেকে এ প্রদর্শনী শুরু হচ্ছে।
সুপরিচিত প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড, আমদানিকারক ও সরবরাহকারী ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মূলত কমপিউটার হার্ডওয়্যার ও সফটওয়ার, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকমসেবা, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ এমন পণ্যগুলো ৩৫টি স্টলে প্রদর্শিন করা হবে।
বিশেষ আয়োজনে আলোচনাসভা ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বিসিএস যশোর জেলা শাখা।
বাংলাদেশ কমপিউটার সমিতির সহসভাপতি ও প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী আশরাফুল আলম জানান, নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ থিম নিয়ে দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে এ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের প্রদর্শনীর আহ্বায়ক দীনেশ মজুমদার বাংলানিউজকে বলেন, যশোরে এই প্রথম আধুনিকমানের কমপিউটার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রদর্শনীতে দেশের সেরা র্যাম্প মডেলদের উপস্থিতিতে ফ্যাশনশো অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২৫ জানুয়ারি দুপুর ১২টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিএস সভাপতি মোস্তফা জব্বার।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ১০টাকা। আর প্রবেশ টিকিটের র্যাফেল ড্রয়ে থাকছে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার। বিসিএস সূত্র এসব তথ্য জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১২৩৬, জানুয়ারি ২৫, ২০১১