ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুসের নতুন দুটি নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
আসুসের নতুন দুটি নোটবুক

চুতুর্থ প্রজন্মের ইন্টেল প্রসেসরযুক্ত আসুস ব্র্যান্ডের দুটি নোটবুক পিসি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এক্স সিরিজের এক্স৪৫০এলএ এবং এক্স৪৫০এলসি মডেল দুটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।



এক্স৪৫০এলএ মডেলের মাল্টিমিডিয়া পসিটি ১.৭ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর চালিত। পেশাদার কাজের পাশাপাশি বিনোদনের জন্যও এটি আদর্শ। নোটবুকটির বিশেষ বৈশিষ্ট্যে রয়েছে ৪ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ড ড্রাইভ, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, সনিকমাস্টার অডিও, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট।  

আর এক্স৪৫০এলসি, অল-রাউন্ডার এই নোটবুকটি ১.৬ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর চালিত। সব পর্যায়ের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য উপযোগী এ নোটবুকে রয়েছে এনভিডিয়া চিপসেটের ২ জিবি ভিডিও মেমোরির ডেডিকেটেড গ্রাফিক্স, ৮ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ড ড্রাইভ, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, সনিকমাস্টার অডিও, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট।

পণ্য দুটির বিক্রয়োত্তর সেবা দুই বছর। এক্স ৪৫০ এলএ এর দাম ৪১ হাজার টাকা এবং এক্স৪৫০এলসি‘র দাম পড়বে ৫৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।