ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে তাইওয়ানের নতুন তিন ট্যাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
বাজারে তাইওয়ানের নতুন তিন ট্যাব

দেশের বাজারে তাইওয়ানের ইউনিপ্যাড ব্যান্ডের নতুন তিনটি ট্যাব এসেছে। প্রাথমিকভাবে ট্যাবগুলো বাজারজাত করছে স্পীড টেকনোলজী ও ইউনিকন সলিউশন।



 অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট চালিত আইপিএস স্ক্রিনের মডেল তিনটিতে থ্রিজি ভিডিও কল, ডুয়েল সিম ব্যবহার করা যাবে।

এর অন্যান্য বৈশিষ্ট্যে রয়েছে কোয়াডকোর ১.৩ গিগাহার্জ প্রসেসর, ডিডিআর থ্রি ১গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট রম, ডুয়েল ক্যামেরা ৮ ও ৫ মেগাপিক্সেল, ২৬০০ থেকে ৪০০০ এম এ এইচ ব্যাটারি, ব্লুটুথ, ওয়াই-ফাই হট ম্পট, মাইক্রো এসডি কার্ড।  

৭ইঞ্চি পর্দার দাম পড়বে ১২ হাজার ৫০০ টাকা। এছাড়া ৮ইঞ্চি পর্দার দাম ১৬ হাজার এবং ৭.৮৫ ইঞ্চি পর্দার দাম পড়বে ১৮ হাজার ৫০০ টাকা।

সাথে রয়েছে একটি ফ্রি ওটিজি ক্যাবল, যা দিয়ে কিবোর্ড, মাউস সহ সব ধরনের ইউএসবি ডিভাইস ব্যাবহার করা যাবে। বিক্রয়োত্তর সেবা ১ বছর।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।