ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গাজীপুরে টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
গাজীপুরে টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: আকাশে বেলুন উডিয়ে ও রোড শো’র মাধ্যমে গাজীপুর শহরে থ্রিজি সেবার উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ব কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার বেলা ২টায় গাজীপুর রাজবাড়ি মাঠে আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবার উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক উন্নয়ন) মো. মোহসীন।



বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ জুলফিকার হায়দার, বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. খালিদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন, টেলিটকের স্থানীয় ডিস্ট্রিবিউটর মো. জাহাঙ্গীর আলম, টেলিটক গাজীপুর সদর কাস্টমার সার্ভিস পয়েন্টের সরকার টেলিকমের মালিক আলমগীর হোসেন।  

অনুষ্ঠান শেষে রাজবাড়ি রোডে একটি সুসজ্জ্বিত রোড শো’র মাধ্যমে ওই কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।