ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস’ বিষয়ক কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস’ বিষয়ক কর্মশালা

ওয়ার্ডপ্রেস বিষয়ক এক কর্মশালার আয়োজন করে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহন করেন।



শুরুতেই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ বর্তমানে ওয়েবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা সম্পর্কে আলোচনা করেন। বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেসের কাজের ধরন ও ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা নিয়ে একে একে বিস্তর আলোচনা করেন সিএসই বিভাগের প্রভাষক পার্থ সারথি কর ও সিলেটের ইল্যান্স-ওডেস্ক মোবিলাইজার সৈয়দ রেজয়ানুল হক।

ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ও প্লাগিন ডেভলপমেন্ট নিয়ে আলোচনা করেন টেকনেক্সট লিমিটেডের হেড অব আইডিয়াস শাহাজাহান জুয়েল।

প্রযুক্তি এখন শুধু প্রযুক্তি সংশ্লিষ্ট মানুষগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, চাইলে যে কেউ বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শিখে এর ডেভলপমেন্টে কাজ করতে পারেন। এসব নিয়েই বক্তারা বিষদ আলোচনা করেন।

সবশেষে সেরা প্রশ্নকারীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।