ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রের এসইও'র কাজ পাচ্ছে বাংলাদেশের ৫০০ ফ্রিল্যান্সার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
যুক্তরাষ্ট্রের এসইও'র কাজ পাচ্ছে বাংলাদেশের ৫০০ ফ্রিল্যান্সার

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান থেকে এসইও'র কাজ পাচ্ছেন বাংলাদেশের ৫ শতাধিক ফ্রিল্যান্সার।

যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির অনলাইন মার্কেটে প্রচারণার (এসইও)জন্য বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করে।

বাংলাদেশ থেকে অংশ নেয়া বিএনএসপ্ল্যানেট প্রতিষ্ঠান এ কাজের জন্য নির্বাচিত হন। তিন বছর মেয়াদী এ কাজটি বাস্তবায়ন করতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে।

এরই অংশ হিসেবে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সাথে চুক্তি করেছে বিএনএসপ্ল্যানেট।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, বিএনএসপ্ল্যানেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সারওয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক জানান, সদ্য সমাপ্ত সরকারের হাইটেক পার্কের তত্ত্বাবধায়নে পরিচালিত এসইও'র কোর্স যারা শেষ করেছে প্রথমত তারাই এখানে কাজের সুযোগ পাবে। প্রথম দিকে দেড়শ জনকে নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে প্রশিক্ষণের মাধ্যমে এখানে পাঁচ শতাধিক লোকের কর্মসংস্থান হবে।

তিনি জানান, এ ক্ষেত্রে নারীদের প্রাধান্য পাবে বেশি। আর কাজের দক্ষতার ভিত্তিতে বেতন হবে মাসিক ৩০০ থেকে ১ হাজার ডলার।

১ নভেম্বর থেকে প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।