ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬৪ বিট সাপোর্টেড অ্যাপস’র দিকে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
৬৪ বিট সাপোর্টেড অ্যাপস’র দিকে অ্যাপল

আইওএস ডিভাইসের জন্য পরবর্তী সব অ্যাপস ৬৪ বিট সমর্থনযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। আগামী ফেব্রয়ারী থেকে ৬৪ বিট আইওএস অ্যাপস তৈরির কাজ শুরু করা হবে।

ইতিমধ্যে কোপার্টিনো প্রযুক্তি জায়ান্ট তাদের সমস্ত ডেভলপারদের এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে যাতে আইওএস প্লাটফর্মের জন্য অবশ্যই তারা ৬৪ বিট সাপোর্টেড অ্যাপস তৈরি করে।

অবশ্য, অ্যাপ স্টোরের বিদ্যমান টাইটেলগুলো ঠিকই থাকবে। শুধুমাত্র নতুন অ্যাপ কিংবা হালনাগাদ অ্যাপস এই পরিকল্পনার আওতায় আসবে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞরা পদক্ষেপটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। তাদের মতে, আইওএস প্লাটফর্মের নতুন ব্যবহারকারীদের জন্য এটা বেশ কার্যকরী পদক্ষেপ। এর ফলে তাদের কাজের অভিজ্ঞতা বাড়বে।

৩২ বিট কোডে লেখা সফটওয়্যারের অসুবিধার দিকগুলো চিহ্রিত করে এ ধরনের সফটওয়ারের দিন খুব শীঘ্রই শেষ করতে অ্যাপলের এমন পদক্ষেপ এমনও ধারণা করা হচ্ছে।

কেননা ৬৪ বিটের ডিভাইসে ৩২ বিট অ্যাপস চালাতে এর সিস্টেম মেমোরিতে বাড়তি রিসোর্স লোড দিতে হয়। ফলে কার্যক্রম ধীরগতি করে দেয়।
তবে প্রতিবেদনের এটাও বলা হয়েছে যে বিষয়টি ঠিক এমন নয় যে যারা আইফোন ফাইভ এস এর আগের মডেলগুলো এখনও ব্যবহার করছে তাদের জন্য যে কোনো মুহূর্তে ৩২ বিট সাপোর্ট বন্ধ হবে।

আরো বলা হয়েছে এটি ডেভলপারদের উপর কোনোভাবেই বোঝা চাপিয়ে দেওয়া নয়। মূলত আধুনিক টুলসের ব্যবহারে অ্যাপস তৈরি করা এবং একটি বৈশিষ্ট্য স্থাপন করতেই অ্যাপলের এই পরিকল্পনা।

সার্চ জায়ান্টও সম্প্রতি ৬৪ বিটের অ্যান্ড্রয়েড ললিপপ উন্মুক্ত করেছে। যেটা ৬৪ বিট কোড ব্যবহার করে অ্যাপস তৈরিতে ডেভলপারদের সাহায্য করবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।