ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিন বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফায় স্যামসাং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
তিন বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফায় স্যামসাং

ঢাকা: পণ্যের বিশেষ করে হ্যান্ডসেটের বিক্রি কমে যাওয়ায় গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন মুনাফা করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং।

 

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ কমেছে।

তবে মুনাফা কমার বিষয়টি আগেই টের পেয়েছিল প্রতিষ্ঠানটি।

 

বিশ্বের বৃহৎ মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য চলতি বছর প্রায় ২০ শতাংশ কমেছে।

 

প্রতিযোগী প্রতিষ্ঠান অ্যাপল গত ৯ সেপ্টেম্বর আইফোন-৬ ও ৬ প্লাস নামে দু’টি হ্যান্ডসেট বাজারে ছাড়ে। বিশ্ববাজারে আইফোনের চাহিদার কারণে স্যামসাংয়ের হ্যান্ডসেটের বিক্রি কমে যাওয়ায় এ মুনাফা কমেছে বলে ধারণা করছেন অনেকে।  

 

এছাড়া চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওমি, লেনোভো কমদামে বিভিন্ন সুবিধাসম্পন্ন হ্যান্ডসেট ছাড়ায় গ্যালাক্সি সিরিজের হ্যান্ডসেটের বিক্রি কমে গেছে।  

 

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা,  ‍ অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।