দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে হোয়াটস অ্যাপের মত অ্যাপলিকেশন তৈরি করতে হবে। তথ্যপ্রযুক্তির বিপ্লবের এই যুগে প্রযুক্তি ধারণ করে উন্নয়নের রূপরেখা আঁকতে হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫ এর কনসেপ্ট পেপার উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি আরও বলেন, দেশের সিংহভাগ উপার্জনক্ষম জনশক্তি তরুণ। তাই তারুন্যের স্পর্ধিত অহংকারকে দেশের অগ্রগতির হাতিয়ারে রূপান্তর করতে হবে।
উল্লেখ্য, প্রতিযোগিতার এ পর্বে দেশের ১১৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২২০টি টিমের ৭৪৩টি আইডিয়া পেপার উপস্থাপন হয়। জুরি বোর্ডের প্রধান ছিলেন বুয়েটের শিক্ষক সিএসই বিভাগের শিক্ষক প্রফেসর মো. কায়েকোবাদ।
প্রতিযোগিতার বিজয়ী দল ১০ লাখ টাকা সহ সার্টিফিকেট, ক্রেস্ট ও চাকুরির সুযোগ পাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোষ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেনজির আহমেদ, প্রফেসর মিফতাহুর রহমান ইএটিএল’র এমডি মুবিন খান, ইএটিএল’র সিইও ড. নিজাম উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫