ঢাকা: ডেক্সটপের জন্য ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ চালু করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর ফলে এখন থেকে অ্যাপটি আর শুধু মোবাইল মেসেজিং অ্যাপ হিসেবে থাকছে না।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২১ জানুয়ারি) এক ব্লগে হোয়াটসঅ্যাপ জানায়, আজ থেকে প্রথমবারের মতো লাখ লাখ ব্যবহারকারী ডেক্সটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
বিশ্বে প্রতিদিন গড়ে ৭০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। দিনদিন এর ব্যবহারকারী বাড়ছে।
অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারলেও, জনপ্রিয় এ অ্যাপটি ব্যবহার থেকে বঞ্চিত রয়েছেন আইওএস অপারেটিং ব্যবহারকারীরা।
তবে ভবিষ্যতে তাদের জন্য এ সুবিধা চালু হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫