ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোল্ডবার্গ গেমিং জোনে স্মার্টফোন জিতলেন শাওন

জনি সাহা, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
গোল্ডবার্গ গেমিং জোনে স্মার্টফোন জিতলেন শাওন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: বাজারে আসার পর থেকেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দেশীয় হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ।

প্রযুক্তিপ্রেমীদের হাতে এরই মধ্যে বেশ কয়েকটি হ্যান্ডসেট তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রেতাদের সার্বক্ষণিক সুবিধা দিতে ইতোমধ্যে রাজধানীতে বেশ কয়েকটি সাভির্স সেন্টারও চালু করেছে গোল্ডবার্গ।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’র ১১ নম্বর প্যাভিলিয়নে বিভিন্ন মডেলের স্মার্টফোন প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনে নগদ সবোর্চ্চ এক হাজার টাকা ছাড় রয়েছে ক্রেতাদের জন্য। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে পাবেন আরো পাঁচ শতাংশ ছাড়। এছাড়া স্ক্র্যাচকার্ডে রয়েছে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ।
 
এখানেই শেষ নয়। মেলায় প্রতিষ্ঠানটির ‘গেমিং জোন’ আকৃষ্ট করেছে ক্রেতা-দশনার্থীদের। গেম খেলে প্রতিঘণ্টায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী জিতে নিচ্ছেন স্মার্টফোন।
 
শুক্রবার (১৪ আগস্ট) প্রতিযোগিতায় অংশ নিয়ে স্মার্টফোন জিতেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন। কীভাবে জিতলেন জানতে চাইলে ভাবলেশহীন শাওনের উত্তর, জানি না। গেম খেললাম, জিতে গেলাম।
 
কোনো উত্তর না দিয়েই কখন হ্যান্ডসেটটি হাতে নেবেন সে বিষয়টি যেন ঘুরছিল শাওনের মাথায়। ছবি তোলার জন্য বারবার ডেকেও তাকে পাওয়া গেলো না। শেষ পযন্ত কোনোরকম তোলা।
 
এ বিষয়ে গোল্ডবার্গ’র এরিয়া সেলস ম্যানেজার তাজিদুল ইসলাম শান্ত জানান, গেম খেলে প্রতিঘণ্টায় সর্বোচ্চ পয়েন্ট অজর্নকারী পাচ্ছেন আমাদের ব্র্যান্ডের একটি স্মার্টফোন। এছাড়া নির্দিষ্ট পয়েন্ট অর্জন করে পাওয়া যাচ্ছে টি-শার্ট, চাবির রিং ইত্যাদি।
 
এদিকে, গেম খেলে স্মার্টফোন পেতে প্যাভিলিয়নটিতে দর্শনাথীদের মধ্যে বেশ হুড়োহুড়ি দেখা গেছে। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত সবাইকে লাইনে দাঁড়াতে বলা হয়েছে। তাতেও যেন আগ্রহের কমতি নেই। কারণ, স্মার্টফোন পাওয়া নিয়ে কথা।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
জেডএস/এসএস

** বাজার দখলে চাই নিজস্ব কনটেন্ট-ডিভাইস
** মেলায় বিক্রেতাদের মুখে হাসি
** মেলায় সাড়ে ৪ হাজারে ট্যাব
** স্টাইলাস ব্র্যান্ডের হ্যান্ডসেট নিয়ে মেলায় এসিআই
** ওকাপিয়া’র ফোন-ট্যাবে পাওয়ার ব্যাংক ফ্রি
** প্রথমবারের মতো ‘ওয়ানপ্লাস টু’ আনলো ডিএক্স জেনারেশন
** বৃষ্টিভেজা সকালে মেলার শুরুতেই লম্বা লাইন
** স্মার্টফোন মেলার আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন
** বিক্রির শীর্ষে সিম্ফনি এক্সপ্লোরার পি৬
** মেলায় মোবাইল কিনে সিঙ্গাপুর!
** প্রথম দিনেই জমজমাট রবির স্মার্টফোন-ট্যাব মেলা
** প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ একটি মডেল
** রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর পর্দা উঠলো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।