ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় ৫শ থেকে ৩ হাজারে মিলছে পাওয়ার ব্যাংক

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
মেলায় ৫শ থেকে ৩ হাজারে মিলছে পাওয়ার ব্যাংক ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: যারা স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে বিভিন্ন শক্তির পাওয়ার ব্যাংক অনেকটা অপরিহার্য। তাইতো মেলায় চাহিদার শীর্ষে রয়েছে বিভিন্ন কোম্পানির পাওয়ার ব্যাংক।

৫শ থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন শক্তির এসব অতিরিক্ত শক্তিবাহী পণ্য।
 
শুক্রবার (১৪ আগস্ট) মেলার দ্বিতীয় দিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে পাওয়ার ব্যাংকের কাটতির তথ্য পাওয়া যায়।
 
বিক্রেতারা জানাচ্ছেন, অ্যান্ড্রয়েড সিস্টেমের স্মার্টফোন বা ট্যাব যারা ব্যবহার করেন, তাদের মধ্যেই পাওয়ার ব্যাংকের ক্রেতা বেশি। দীর্ঘসময় ইন্টারনেট সুবিধা যারা নেন, তারা একটি এক্সট্রা ব্যাটারি এখন আবশ্যক মনে করেন।
 
ক্রেতাদের ভাষ্যও তেমন। তারা বলছেন, কাজে দীর্ঘসময় বাইরে থাকতে হয়। এর মধ্যে মোবাইল বা ট্যাবের চার্জ শেষ হয়ে খুব ঝামেলায় পড়তে হয়। সেজন্য পাওয়ার ব্যাংক এখন খুবই জরুরি বস্তু।
 
মেলা উপলক্ষে কেউ কেউ দাম কমিয়ে রাখছেন এসব ব্যাটারির, কেউ আবার মোবাইল বা ফোনের সঙ্গে ফ্রি দিচ্ছেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হিসেবে এর বিকিকিনি জমজমাট হচ্ছে।
 
এর মধ্যে এইচপিএস টেকনোলজি হাঁক ছাড়ছে- ২০ হাজার এমএএইচ শক্তির ব্যাংক মাত্র সাড়ে ৮শ টাকা, ১০ হাজার এমএএইচ শক্তির ব্যাংক মাত্র ৫শ টাকায় দিচ্ছেন তারা। এক ডাকে কয়েকটি করে ব্যাংক বিক্রি করছেন বলে জানান স্টলের কর্মকর্তারা।  
 
এসব ব্যাংক ছাড়াও মেলা উপলক্ষে ২০ হাজার ৮শ এমএএইচ ব্যাটারি ১৫শ টাকায় বিক্রি করছেন তারা, যা বাজার থেকে কিনতে গোনা লাগবে ৩ হাজার টাকা। এসব ব্যাংকের ওয়ারেন্টি সুবিধা থাকবে ৬ মাস।
 
গ্যাজেট গ্যাং সেভেন ১০হাজার এমএএইচ শক্তির পাওয়ার ব্যাংক বিক্রি করছে আড়াই হাজার টাকায়। বাজারে এর দাম পড়বে ২৭শ টাকা। এ পণ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ৬মাস।
 
ডিএক্স জেনারেশন-এর ৫ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক ১৪শ টাকায় (বাজারে ১৮শ টাকা), ১০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক ২ হাজার টাকা (বাজারে ২২শ টাকা), ১৬ হাজার এমএএইচ ৩২শ টাকায় পাওয়া যাবে (বাজারে সাড়ে তিন হাজার টাকা)। এগুলোও ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে বিক্রি হচ্ছে।
 
এইচটিএসের ২৫হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক ১৫শ টাকা, ১০হাজার এমএএইচ ৭শ টাকায় পাওয়া যাচ্ছে।
 
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট (লি.) র‌্যাপ্পোর পাওয়ার ব্যাংক বিক্রি করছে। ১০ হাজার ৪শ এমএএইচ ১৮শ টাকা (বাজারে ২ হাজার), একই শক্তির অন্য ব্যাংকগুলোও পাওয়া যাচ্ছে ১৬শ থেকে ২ হাজার টাকার মধ্যে।
 
ওকাপিয়া তাদের নতুন স্মার্টফোন ও ট্যাবের সঙ্গে ২ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক ফ্রি দিচ্ছে।  
 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় এবং শনিবার (১৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত এর প্রদর্শনী ও বিক্রি চলবে।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসকেএস/এসএইচ

** গোল্ডবার্গ গেমিং জোনে স্মার্টফোন জিতলেন শাওন
** বাজার দখলে চাই নিজস্ব কনটেন্ট-ডিভাইস
** মেলায় বিক্রেতাদের মুখে হাসি
** মেলায় সাড়ে ৪ হাজারে ট্যাব
** স্টাইলাস ব্র্যান্ডের হ্যান্ডসেট নিয়ে মেলায় এসিআই
** ওকাপিয়া’র ফোন-ট্যাবে পাওয়ার ব্যাংক ফ্রি
** প্রথমবারের মতো ‘ওয়ানপ্লাস টু’ আনলো ডিএক্স জেনারেশন
** বৃষ্টিভেজা সকালে মেলার শুরুতেই লম্বা লাইন
** স্মার্টফোন মেলার আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন
** বিক্রির শীর্ষে সিম্ফনি এক্সপ্লোরার পি৬
** মেলায় মোবাইল কিনে সিঙ্গাপুর!
** প্রথম দিনেই জমজমাট রবির স্মার্টফোন-ট্যাব মেলা
** প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ একটি মডেল
** রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর পর্দা উঠলো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।