ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফরিদপুরে চলছে তিন দিনব্যাপী তথ্যমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ফরিদপুরে চলছে তিন দিনব্যাপী তথ্যমেলা

ফরিদপুর: ফরিদপুর টিআইবি-সনাকের আয়োজনে শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শোভাযাত্রা শেষে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদ।


  
জেলা সনাকের সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
    
মেলায় বিভিন্ন ২১টি সরকারি ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান মোট ২৬টি স্টল দিয়েছে। এসব স্টলে তাদের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরছে প্রতিষ্ঠানগুলো।

এ মেলা প্রতিদিন বিকেল তিনটায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত খোলা থাকার কথা।

মেলার মঞ্চে চাপাইনবাবগঞ্জের গম্ভীরা গান, ইয়েস গণনাট্য দলের দুর্নীতিবিরোধী গণনাটক ‘জাগো মানুষ’ ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।