ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের ‘ভাঁজযোগ্য’ স্মার্টফোন আসছে জানুয়ারিতে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
স্যামসাংয়ের ‘ভাঁজযোগ্য’ স্মার্টফোন আসছে জানুয়ারিতে

ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ভাঁজযোগ্য স্মার্টফোন আনছে, দুই বছরে ধরে প্রযুক্তিপ্রেমীরা এ ধরনের গুঞ্জন শুনে আসছেন। শুধু তাই নয়, ভাঁজযোগ্য পর্দার অনেক প্রোটোটাইপও দেখেছেন অনেকে।



এরইমধ্যে প্রতিষ্ঠানটি তাদের গ্যালাক্সি সিরিজের কার্ভ ডিসপ্লের স্মার্টফোন ছাড়লেও, পাওয়া যায়নি সেই ‘ভাঁজযোগ্য’ স্মার্টফোনটি। তবে এবার হয়তো সে গুঞ্জনের অবসান হতে যাচ্ছে। আগামী বছরের শুরুতে কাঙ্ক্ষিত সেই হ্যান্ডসেটটি আনতে যাচ্ছে স্যামসাং।

প্রকাশিত এক রির্পোটে এমনটিই বলা হচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে হ্যান্ডসেটটি পরীক্ষা-নিরীক্ষা করেছে বলেও রির্পোটে বলা হয়েছে।   .

প্রজেক্ট ভ্যালি কোডনেমের হ্যান্ডসেটটি হবে দু’টি আলাদা চিপের- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২০ ও স্ন্যাপড্রাগন ৮২০। বর্ধিত স্টোরেজের সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটের ৠাম হবে ৩ গিগাবাইট।

তবে এর মূল্য কত হতে পারে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।