ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বরগুনায় তথ্য মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বরগুনায় তথ্য মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

আলোচনা সভায় জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার(এসপি) বিজয় বসাক পিপিএম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আ. রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ হালদার, মেডিকেল অফিসার ডা. ইউনুস আলী, সচেতন নাগরিক কমিটি (সনাক)‘র সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সদস্য সুখ রঞ্জন শীল, মহিলা পরিষদের সভানেত্রী বেবি দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন কমিউটিনি রেডিও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬টি স্টল তাদের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদর্শন করেন। এছাড়াও দুর্নীতি বিরোধী কার্টুন, জারিগান, বাউলগান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় জেলা প্রশাসন দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।