প্রাতিষ্ঠানিক কাজ কীভাবে আরও সহজে সাজিয়ে-গুছিয়ে করা যায় তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। ঢাকার গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স আয়োজিত কর্মশালায় অংশগ্রহন করেন দেশের প্রথম সারির ব্যাংক, এনজিও, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মশালার প্রথম ভাগে ছিলো কম্পিউটার সোর্সের কর্পোরেট বিক্রয়কর্মীদের প্রশিক্ষন। আর মূল আয়োজনে ‘এইচপি থিন ক্লায়েন্ট সলিউশনস সফটওয়্যার ও অ্যপ্লিকেশনের’ খুঁটি-নাটি তুলে ধরেন আলোচকরা।
এইচপি সিঙ্গাপুর থিন ক্লায়েন্ট বিজনেস, এশিয়া প্যাসিফিকের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আদি চন্দ্র, কারিগরী পরামর্শক চিন ওং এবং এইচপি বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো: ইমরান খান এতে বক্তব্য রাখেন। এছাড়া কম্পিউটার সোর্সের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আসিফ মাহমুদ এবং পণ্য ব্যবস্থাপনা প্রধান জি,এম, রাশেদুল হক।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেডএম