ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই হাজারে ওলো’র আনলিমিটেড ডাটা প্যাকেজ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দুই হাজারে ওলো’র আনলিমিটেড ডাটা প্যাকেজ!

দেশের অনত্যম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ওলো ওয়্যারলেস ইন্টারনেট’ এরইমধ্যে দেশের কয়েকটি স্থানে চালু করেছে উচ্চগতির ইন্টারনেট ‘ফোরজি এলটিই নেটওয়ার্ক’।

বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিঃ (BIEL) এর অধীনে ওলো ব্র্যান্ডে বাংলাদেশে সেবাটির প্রচলন তারাই প্রথম শুরু করেছে।



গ্রাহকদের কাছে ফোরজি এলটিই আরো বেশী উপভোগ্য করতে মঙ্গলবার (০৩ নভেম্বর) প্রতিষ্ঠানটি নতুন অফার ‘আনলিমিটেড ডাটা প্যাকেজ’ ঘোষণা করেছে।

ফলে গ্রাহকরা ৩০ দিন মেয়াদের এই অফারে ২০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডাটা উপভোগ করতে পারবেন মাত্র ২ হাজার টাকায় ।

এ মুহূর্তে ফোরজি এলটিই যেসব স্থানে চালু রয়েছে  সেখানকার গ্রাহরাই অফারটি উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে ওলোর কমার্শিয়াল প্রধান মিঃ নিয়াজ মাহামুদুল ইসলাম বলেন “আমাদের লক্ষ্য ফোরজি ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরণের আকর্ষনীয় এবং সুবিধাজনক প্যাকেজ অফার করা। এছাড়া বর্তমান বাজারে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট সবচেয়ে কম খরচে দেয়া ।

বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের যে প্রয়াস রয়েছে সরকারের তা সফল করতে ওলো সেবাটি শুধুমাত্র শহরকেন্দ্রিক করতে চায়না। ওলো ফোরজি এলটি’কে তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পৌছে দিতে চায়।

উল্লেখ্য, ওলো ফোরজি এলটিই কাজ করে USIM কার্ড এর মাধ্যমে। এলটিই সার্পোটেড স্মার্টফোন, ওয়াইফাই রাউটার মডেম/ট্যাব সহ আরো কিছু ডিভাইস এটি ব্যবহারযোগ্য।

ব্যবহারকারীরা এর মাধ্যমে দ্রুত ডাউনলোড, ব্রাউজিং, এইচডি মুভি,  হাই রেজ্যুলেশনের মাল্টিপ্রেয়ার অনলাইন গেমস, ক্রস্টিাল ক্লিয়ার  ভিডিও কল সহ প্রয়োজনীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসেজডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।