ঢাকা: দেশের নারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান সমৃদ্ধ ও প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ছয়টি মোবাইল বাস চালু হতে যাচ্ছে। আগামী বছরের শুরুতে এই বাসগুলোর যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশি উইমেন থ্রো আইসিটি’ শিরোনামের এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় এই পরিকল্পনায় সহযোগিতা করছে মোবাইল অপারেটর রবি ও মোবাইল ফোন কোম্পানি হুয়াইয়ু। অনুষ্ঠানে এই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক স্বাক্ষর করা হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুরুল আমিন, রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ ও হুয়াইয়ু’র প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু।
এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় মোবাইল ট্রেইনিং বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেন একেবারে তৃণমূলের নারীরাও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে ও জ্ঞান অর্জন করতে পারেন।
তিনি বলেন, দেশের মানুষকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার কাজটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ কারণে আমরা প্রাইভেট সেক্টরকে আহ্বান জানিয়ে থাকি। সবার অংশগ্রহণে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই।
পলক জানান, আইসিটি বিভাগ, রবি ও হুয়াইয়ু প্রত্যেকে দু’টি করে বাস তৈরি করবে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি নাগাদ বাসগুলো তৈরি হয়ে যাবে। তারপর মাঠে নামবে।
জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজে প্রত্যেকের দোরগোড়ায় প্রযুক্তি জ্ঞান পৌঁছে দিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে পৌঁছানো কষ্টকর সেখানেও পৌঁছাতে হবে।
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং তারা এ বিষয়ে অনেকটা পিছিয়ে আছেন। এই জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তিন বছরের প্রাথমিক এই প্রকল্পে ছয়টি বাসের আওতায় ৬৪ জেলার দুই লাখ ৪০ হাজার তরুণ-মেধাবী নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
একে/আরএ