ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পানি নিরোধক-পাওয়ার ব্যাংক সম্পন্ন হ্যান্ডসেট ডিগো’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পানি নিরোধক-পাওয়ার ব্যাংক সম্পন্ন হ্যান্ডসেট ডিগো’র ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে দেশীয় বেসরকারি নির্মাতা প্রতিষ্ঠান ডাইমেনশন টেলিকম লিমিটেডের ‘ডিগো’ হ্যান্ডসেট। দেশের হ্যান্ডসেটের বাজারে এ পর্যন্ত পাঁচটি হ্যান্ডসেট এনেছে ডিগো।

এর মধ্যে তিনটি আকর্ষণীয় ফিচার ফোনের সঙ্গে সম্প্রতি দু’টি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।

তবে গত তিন মাস ধরে দেশের বাজারে যাত্রা শুরু করা পাঁচটি হ্যান্ডসেটের মধ্যে ক্রেতাপ্রিয়তা পেয়েছে পানি নিরোধক এন২৪১ ও পাওয়ার ব্যাংক সম্পন্ন
পি২৪১ মডেলের দু’টি ফিচার হ্যান্ডসেট।  

হ্যান্ডসেট দু’টি কিনতে শনিবার (১৪ নভেম্বর) তিনদিনব্যাপী ল্যাপটপ মেলার শেষ দিনে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ইনসাইড লিমিটেডের স্টলে ছিল ক্রেতাদের ভিড়।

গ্লোবাল ইনসাইড লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সবুজ মিয়া জানান, ল্যাপটপের চেয়ে এই হ্যান্ডসেট দু’টির বিক্রিই বেশি হয়েছে। পানি নিরোধক ও শক্তিশালী ব্যটারির কারণে হ্যান্ডসেট দু’টি ক্রেতাপ্রিয়তা পেয়েছে।

তিনি জানান, নতুন এ দেশীয় ব্র্যান্ডের হ্যান্ডসেটগুলোর কোনো বিজ্ঞাপন না থাকার পরও দেশের বাজারে ক্রেতাদের এমন সাড়ায় অভিভূত তারা।

এন২৪১ মডেলের পানি নিরোধক হ্যান্ডসেটটিতে ব্যবহারকারী একসঙ্গে দু’টো সিম ব্যবহার করতে পারবেন। শক্তিশালী ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে হ্যান্ডসেটটিতে। ফলে ব্যবহারকরীর চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না। এছাড়াও এতে রয়েছে বক্স স্পিকার, ডিজিটাল ক্যামেরা, জিপিআরএস, ফ্ল্যাশ টর্চলাইট, এফএম রেডিও শোনার সুবিধা। হ্যান্ডসেটটি ১৫ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে।

 পি২৪১ মডেলের হ্যান্ডসেটটি ক্রেতাপ্রিয়তা পেয়েছে মূলত উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির কারণে। ৭ হাজার ৫শ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন হ্যান্ডসেটটি
পাওয়ার ব্যাংক হিসেবেই কিনছেন ক্রেতারা। এছাড়াও এতে রয়েছে বক্স স্পিকার, ডিজিটাল ক্যামেরা, ফ্ল্যাশ টর্চলাইট, জিপিআরএস, বেতার এফএম রেডিও শোনার সুবিধা। হ্যান্ডসেটটি ১৫ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টে করে।

বাজারে আনা ডিগোর অন্য দুটি স্মার্টফোনও বেশ আকর্ষণীয়। দাম সুলভ হওয়ায় স্মার্টফোন দুটি বাজারের অন্য স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে জানান পরিবেশকরা।

** ঘরে বসেই জিতে নিন মেলার ল্যাপটপ-ট্যাব!
** ল্যাপটপ মেলায় যতো অফার
** ল্যাপটপ মেলার শেষ দিনে বেশি বেচা-কেনার প্রত্যাশা

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএইচপি/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।