ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু

ঢাকা: আঙুলের ছাপের মাধ্যমে (বায়োমেট্রিক পদ্ধতি) মোবাইল ফোনের সিম নিবন্ধনের কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।
 
রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ পদ্ধতিতে সিম নিবন্ধনের কার্যক্রম শুরু করেন।


 
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
রোববার রাজধানীর গুলশান এলাকায় বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার সার্ভিস সেবা কেন্দ্র পরিদর্শন করেন তারানা হালিম।
 
এসময় তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে এ পদ্ধতিতে সিম নিবন্ধন চালু হবে। আর আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে এ কার্যক্রম শেষ হবে।

বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।