ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) রেডিও সাম্পানের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে গ্রাহকদের। গান শুনে মোহিত হচ্ছেন শ্রোতারা।
বাংলাদেশে এটিই প্রথম মোবাইল ভিত্তিক রেডিও সেবা। রেডিও সাম্পানে সম্প্রচারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া গানগুলো মূলত ওই এলাকার অধিবাসীদের জন্যই সাজানো হয়েছে।
সমকালীন ও ঐতিহ্যবাহী গানের সমারোহে সাজানো এ গানগুলোতে ফুটে উঠছে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য।
গ্রাহকরা সেবাটি গ্রহণ করতে পারবেন স্টার্ট আরএস (START RS ) টাইপ করে ৪৮৭৮০৮ নম্বরে এসএমএস পাঠিয়ে। আর সেবাটি বন্ধ করতে চাইলে একই নম্বরে স্টপ (STOP) লিখে এসএমএস করতে হবে।
সেবাটি গ্রহণ করার পর ৪৮৭৮০৮ নম্বরে ডায়াল করে গান শুনতে পারবেন। এছাড়া চাইলে নিজস্ব প্লে-লিস্ট তৈরি করতে এবং পরে তা শুনতে পারবেন তারা।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনন্য এই রেডিও সেবাটি গ্রহণ করতে মাত্র ৩০ টাকা খরচ করতে হবে; যার আওতায় ৩০০ মিনিট গান শুনতে পারবেন গ্রাহকরা। সেবাটির মেয়াদ হবে ৩০ দিন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমআইএইচ/ওএইচ/এমএ