ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি চমৎকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি চমৎকার

ঢাকা: প্রযুক্তিক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি অত্যন্ত চমৎকার। আঞ্চলিক দিক বিবেচনায় এটি অনেক দ্রুত সম্ভব করলেও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে দেশটি পিছিয়ে রয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউটিএসএ) এর চেয়ারম্যান সান্তিগো গুয়াটিরেজ।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত ৯টায় সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ, ডব্লিউটিএসএ এবং কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডব্লিউটিএসএ চেয়ারম্যান আরও বলেন, প্রযুক্তি একটি অঞ্চলের বিবেচ্য বিষয় নয়, এটি নির্ণয় করা হয় সারা বিশ্বের সঙ্গে। তাই এক্ষেত্রে ডব্লিউটিএসএ একটি কংগ্রেস হিসেব কাজ করছে।
 
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আহম মাহফুজুল আরিফ, ডব্লিউটিএসএ’র পরিচালক, ওয়াল্ড ট্রেড কমিটির চেয়ারম্যান সবুর খান ও বিসিসি’র নির্বাহী পরিচালক এস এম আশরাফুল খান।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।