ঢাকা: কর্মসংস্থান সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাতে প্রথমবারের মতো আয়োজিত বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটে তরুণ-তরুণীরা ব্যাপক সাড়া দিয়েছে।
সামিটের দু’দিনে ছয়টি কোম্পানিতে সরাসরি ২৩৫ তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁও বিপিও সামিটের শেষ দিন সিএক্সও নাইটে এ তথ্য জানানো হয়।
আইসিটি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিএসিসিও) যৌথভাবে প্রথমবার এ সামিটের আয়োজন করে।
আয়োজনে সহযোগিতা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)।
সামিটে জানানো হয়, সেমিনারে অংশ নিয়েছে প্রায় ৩ হাজার তরুণ-তরুণী। ভিজিট করেছে প্রায় ১০ হাজার জন। লাইভ স্ট্রিমিং-এ ৫৮টি দেশ থেকে প্রায় ১০ হাজার জন ভিজিট করেছেন।
এই আয়োজনে ডিজিট অ্যান্ড টেকনোলজিস্ট, ইম্পেরাল সার্ভিস, সার্ভিস সল্যুশান, আউটসোর্সিং লিমিটেড, পিপোটেক, ভার্গো, সেনক্সপো লিমিটেডে ২৩৫ জনের কর্মসংস্থান হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বুধবার (৯ ডিসেম্বর) সামিটের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরইউ/ওএইচ/এটি
** প্রধানমন্ত্রী এখন বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’