ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোন নিবন্ধনের জন্য বিটিআরসি নির্দেশনা দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্বোধনকালে একথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে গ্রাহকের হাতের মোবাইল ফোনটিও রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য নির্দেশনা দেবে বিটিআরসি।
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/জেডএস