ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫০ লাখ গ্যালাক্সি এস৭ ছাড়ার পরিকল্পনা স্যামসাংয়ের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
৫০ লাখ গ্যালাক্সি এস৭ ছাড়ার পরিকল্পনা স্যামসাংয়ের

ঢাকা: দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং তার গ্যালাক্সি সিরিজের পরবর্তী ‘ফ্ল্যাগশিপ’ এস৭’র ৫ মিলিয়ন (৫০ লাখ) হ্যান্ডসেট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক এ সংখ্যক হ্যান্ডসেট ছাড়বে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমস।



ওই খবরে বলা হয়েছে, ভিন্ন দুই পর্দায় স্যামসাং বাজারে ছাড়তে যাচ্ছে এস৭ হ্যান্ডসেটটি। ৫.২ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন ও ৫.৫ ইঞ্চি কার্ভ স্ক্রিনের হ্যান্ডসেট দু’টি আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজারে ছাড়বে স্যামসাং, যা ‘গ্যালাক্সি এস৭ এজ’ নামে পরিচিত হবে।

৫০ লাখ হ্যান্ডসেটের মধ্যে ৩৩ লাখ হবে ৫.২ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন, ১৬ লাখ হবে ৫.৫ ইঞ্চি কার্ভ স্ক্রিনের।

তবে এ বিষয়ে স্যামসাং কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।