ঢাকা: প্রতিমাসে বিশ্বব্যাপী একশ’ কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন বলে এক রিপোর্টে জানিয়েছে ফেসবুক। এর ফলে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মোবাইল মেসেজিং অ্যাপটি নিজস্ব অ্যাপ ‘মেসেঞ্জার’ ব্যবহারকারীকে ছাড়িয়ে গেলো।
বর্তমানে ফেসবুক মেসেঞ্জারের ব্যবহারকারী ৮০ কোটি।
ফেসবুক জানায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন ৪২ বিলিয়ন মেসেজ (৪ হাজার ২শ’ কোটি) ও ২৫০ মিলিয়ন ভিডিও (২৫ কোটি) আদান-প্রদান করছেন।
তবে অনেক বড় বাজারে এখনো হোয়াটসঅ্যাপ জায়াগা করে নিতে পারেনি বলে উল্লেখ করেছেন আইএইচএস’র (তথ্য ও বিশ্লেষণ বিষয়ক প্রতিষ্ঠান) মোবাইল বিষয়ক বিশেষজ্ঞ জ্যাক কেন্ট।
তিনি বলেন, ‘উইচ্যাটের’ ৫০ কোটি গ্রাহক রয়েছে চীনে। জাপানে জনপ্রিয় ‘লাইন’। দক্ষিণ কোরিয়ায় ‘কাকাও টক’র বড় মার্কেট। তবে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ জনপ্রিয়।
২০১৪ সালে ১৯ বিলিয়ন ডলারে (এক হাজার ৯শ’ কোটি) হোয়াটসঅ্যাপকে কিনে নেয় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেডএস/