ঢাকা: খরচ কমানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাই ও কয়েকটি সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট কোম্পানি ইয়াহু।
ইয়াহু কর্মী ছাঁটাই করবে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলে আসছিল।
এরই অংশ হিসেবে ১ হাজার ৭শ’ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি ছাঁটাইয়ের এ ঝড়ে ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যারিসা মায়েরও উড়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ম্যারিসা মায়েরকে প্যাটেন্ট, রিয়াল এস্টেটে ও অন্যান্য হোল্ডিংস বিক্রির লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়েছে। চাকরি বাঁচাতে হলে এসব থেকে তাকে ১ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার আয় করতে হবে।
এছাড়া ইয়াহু গেমস, ইয়াহু টিভি ও বেশ কিছু ডিজিটাল ম্যাগাজিন বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু। সিইও হিসেবে যোগদানের পর ম্যারিসা মায়েরই ম্যাগাজিনগুলো চালু করেছিলেন। সেই সঙ্গে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো সিটি, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, স্পেনের মাদ্রিদ ও মিলানের কার্যালয় বন্ধ করে দিতে হবে মায়ারকে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএইচ