ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তির বিশ্বায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
প্রযুক্তির বিশ্বায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ঢাকা: প্রযুক্তির বিশ্বায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ই-কমার্স পলিসি কনফারেন্সে তিনি একথা বলেন।

এ কনফারেন্সের আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

পলক বলেন, আমাদের ই-কমার্স খাতের আরও উন্নয়ন করতে হবে। যেখানে আমরা অনলাইনের মাধ্যমে যেকোনো ধরনের সমস্যা ছাড়াই লেনদেন করতে পারব। এজন্য যা যা করার প্রয়োজন তার সবকিছুই করবে সরকার।

তিনি বলেন, পৃথিবীর সব লেনদেন এখন অনলাইনে হচ্ছে। কেনাকাটা থেকে শুরু করে এমন কিছু নাই যার অধিকাংশ এখন অনলাইনে হচ্ছে না। এজন্য নিজ নিজ স্থান থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে তবেই বাংলাদেশ খুব শিগশিগরই উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশ হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হবে।

বিভিন্ন দেশের উদাহরণ টেনে পলক বলেন, আজ ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো আগে এতো উন্নত ছিলো না। কিন্তু তাদের মেধা ও পরিকল্পনার ফলে তারা আজ বিশ্বের কাছে প্রযুক্তি সমৃদ্ধ দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে।

সাড়ে ৭ বছরের ব্যবধানে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আগে আমরা বিশ্বের যেকোনো দেশে গিয়ে বাংলাদেশের নাগরিক পরিচয় দিতে দ্বিধাবোধ করতাম। কিন্তু এখন আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক। যেখানে সাড়ে ৭ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৮ লাখ। সেখানে আজ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৪০ লাখ।

তিনি আরও বলেন, ৮ বছর আগে ১ মেগাবাইট ইন্টারনেটের দাম ছিলো ৭৮ হাজার টাকা। সেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর এখন ১ মেগাবাইট ইন্টারনেটের দাম মাত্র ৫০০ টাকা।

ই-কমার্স ব্যবহারকারীদের সাইবার সিকিউরিটি দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, যারা ই-কমার্স ব্যবসা করেন তাদের সবচেয়ে বড় প্রয়োজন সাইবার সিকিউরিটি। সাইবার নিরাপত্তা না পেলে ই-কমার্স ব্যবসায় সাফল্য অর্জন করা সম্ভব হবে না। এজন্য সরকারের পক্ষ থেকে যত ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন আমরা তার সবই দেওয়ার চেষ্টা করব।

ই-কমার্স পলিসি কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও ই-ক্যাবের উপদেষ্টা নাহিম রাজ্জাক এমপি, বেসিস এর সভাপতি মোস্তফা জব্বার, জেএএন অ্যাসোসিয়েট এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ এইচ কাফি, ই-ক্যাবের সভাপতি রাজিব আহম্মেদ, উপদেষ্টা শমী কায়সার, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমালসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।